জাতীয় মহিলা সংস্থা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Web Address: jms.munshiganj.gov.bd
জেলা কার্যালয় মুন্সীগঞ্জ এর সিটিজেন চার্টার
১. ভিশন ও মিশন
২. ভিশন: জেন্ডার সমতাভিত্তিক সমাজ ও সুরক্ষিত নারী।
৩. মিশন: নারীর ক্ষমতায়ন, মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের মূল ধারায় সম্পৃক্তকরণ।
৪. সেবা প্রদান প্রতিশ্রুতি
৪.১) নাগরিক সেবা
নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে জাতীয় মহিলা সংস্থা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) এবং দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) এর আলোকে নারী উন্নয়নে বিভিন্ন রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম ও কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে।
জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ এর সিটিজেন চার্টার :
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
০১। |
বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান (দর্জি বিজ্ঞান) (সেলাই) প্রশিক্ষণ |
বৃত্তিমূলক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বধ©ক কর্মকান্ডে সম্পৃক্ত করা। ০৪ মাস মেয়াদী কোস©। প্রতি ব্যাচে ২ শিফটে ৩০ জন। |
ভর্তি ফরম/আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়/অনলাইন । |
বিনামূল্যে |
আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে |
চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা মুন্সীগঞ্জ জেলা কার্যালয়, ও নির্বাহী অফিসার জাতীয় মহিলা সংস্থা মুন্সীগঞ্জ জেলা কার্যালয়, Email: jms.munshiganj@gmail.com |
০২। |
আথ©-সমাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা সহযোগিতা প্রদান |
১। স্বকম© সহায়ক ঋণ কার্যক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অথ© দ্বারা পরিচালিত, সার্ভিস চাজ© ১০% এককভাবে ৫,০০০/- টাকা এবং দলগতভাবে ২৫,০০০/- টাকা পয©ন্ত ঋণ প্রদান করা হয়। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ/অনলাইন |
গৃহিত ঋণের বিপরীতে ১০% সার্ভিস চাজ© |
ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে |
ঐ |
২। মহিলাদের আত্ম-কম©সংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমঃ সার্ভিস চাজ©-৫%, এককভাবে ৫,০০০/- টাকা এবং দলগতভাবে ১৫,০০০/- টাকা ঋণ দেয়া হয়। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ/অনলাইন |
গৃহিত ঋণের বিপরীতে ০৫% সার্ভিস চাজ |
ঋণ প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে |
উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ / নির্বাহী অফিসার, জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
||
০৩। |
আইগত সহায়তা প্রদান |
নারী নির্যাতন প্রতিরোধকল্পে পরিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ/অনলাইন |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ০১ মাসের মধ্যে |
চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা ফেনী জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ ও নির্বাহী অফিসার জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
০৪। |
সচেতনতা মূলক কমসূচী |
উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি |
জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
বিনামূল্যে |
প্রতি মাসে |
ঐ
|
০৫। |
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন |
১। ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ৩। ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ৪। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ৫। ০২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দবিস ৬। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ৭। ৮ মে বিশ্ব মা দিবস, ৮। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন পালন ৯। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন। ১০। ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন । ১১। ১০ অক্টোবর †eªó K¨vÝvi m‡PZbZv w`em ১২। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ১৩। ৯ ডিসেম্বর বেগম †iv‡Kqv w`em D`hvcb ১৪। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজিবী দিবস । ১৫। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস
|
সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
|
|
|
০৬। |
নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) |
ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ০৪ মাস। প্রতি ব্যাচে ৫০/৬০ জন। |
ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ কেন্দ্র / জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ/অনলাইন |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তি হতে ০১ মাস |
চেয়ারম্যান/নির্বাহী অফিসার জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, ও ট্রেড প্রশিক্ষক, পোল্ট্রি উন্নয়ন প্রশিক্ষণ মুন্সীগঞ্জ। |
০৭। |
জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) |
কম্পিউটার প্রশিক্ষণ ও সাইবার ক্যাফে দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অজর্নের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত, শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অথ©নৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ ০৬ মাস। প্রতি ব্যাচে ২ শিফটে ৫০ জন। |
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র / জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ/অনলাইন |
কোস© ফি ১,০০০/- টাকা |
আবেদন প্রাপ্তি হতে ০১ মাস |
চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ । ও সহকারী প্রোগ্রামার, জেভিমপ্রপ্র (৬৪ জেলা), মুন্সীগঞ্জ। ফোন: +৮৮০২৯৯৭৭৩২৭০২ |
০৮। |
তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা দ্বারা পরিচালিত তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ও উপশহরাঞ্চলের সুবিধাবঞ্চিত মহিলাদের দোরগড়ায় তথ্যসেবা পৌঁছে দিয়ে তার যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে মহিলাদের জীবন ও জীবিকার উন্নয়নের মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করাই তথ্য আপাঃ প্রকল্পের মূল উদ্দেশ্য। |
আবেদন ফরম জাতীয় মহিলা সংস্থা সংশ্লিষ্ট উপজেলা শাখা কার্যালয় |
উপজেলা শাখা কার্যালয়ের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। |
চাহিদামত |
উপজেলা নির্বাহী অফিসার / জাতীয় মহিলা সংস্থা সংশ্লিষ্ট উপজেলা শাখার চেয়ারম্যান/ তথ্য সেবা কম©কর্তা। |
০৯। |
অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প |
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কাযক্রম মুন্সীগঞ্জ জেলার ফুলগাজী উপজেলায় চলমান রয়েছে। উপজেলার বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্ম-নির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ এবং নারী সমাজকে মানব সম্পদে পরিণত করাই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। উক্ত প্রকল্পের আওতায় নিম্মোক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
১। বিউটিফিকেশন ২। ক্যাটারিং ৩। ফ্যাশন ডিজাইন ৪। ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজম্যান্ট ৫। বিজনেজ ম্যানেজম্যান্ট এন্ড ই-কর্মাস
কেবলমাত্র প্রকল্পের ওয়েব (pweeegl.gov.bd) এর মাধ্যমে online এ ভর্তির আবেদন করতে হবে।
|
ডাউনলোডকৃত আবেদনপত্রের হার্ডকপি (স্বাক্ষরযুক্ত) ও ফটোকপি , পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, নাগরিকত্ব সনদের অনুলিপি,জাতীয় পরিচয় পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের অনুলিপি |
বিনামূল্যে
|
আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে |
চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা মুন্সীগঞ্জ। জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ।
|
(মোঃ শফিকুর রহমান) নির্বাহী অফিসার জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |
|
এড. শামছুন নাহার শিল্পী চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ। |